ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি

বিজয় ধর, রাঙামাটি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:১৪, ৮ এপ্রিল ২০২৪
পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের সরকারি ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত রাঙামাটি। এরই মধ্যে হ্রদ পাহাড়ের শহরটির বিভিন্ন হোটেল-মোটেলের ৮০ ভাগ রুম বুকিং হয়েছে। ভ্রমণ ইচ্ছুকরা যান্ত্রিক শহরের  ক্লান্তি দূর করতে ছুটে আসবেন এমনটাই প্রত্যাশা পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের। এদিকে, মেঘের বাড়ি খ্যাত সাজেকেও বুকিং রয়েছে বেশিরভাগ রিসোর্ট।

সাজেকের কুড়েঘর রিসোর্টের ম্যানেজার জোথেন ত্রিপুরা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৩-১৫ এপ্রিল পর্যন্ত সাজেকের বেশির ভাগ কটেজ ও রিসোর্ট বুকিং হয়ে গেছে। এবারের ঈদে পর্যটকদের বরণে আমরা প্রস্তুত আছি। পুরো সাজেকে ১১৬টি রিসোর্ট আছে সবগুলোতেই কম বেশি বুকিং আছে।

রাঙামাটি শহরের অবস্থিত হোটেল হিল এ্যাম্বেসেডর’র মো: মামুন বলেন, সরকারি এবং ঈদের ছুটি যোগ হওয়ায় আমাদের হোটেলে এখন পর্যন্ত ৮০ ভাগ রুম বুকিং আছে। আশাকরছি এবার ঈদে আমাদের ব্যবসাও ভালো হবে।

আরো পড়ুন:

রাঙামাটি পর্যটন এলাকার টেক্সটাইল কর্মী তৃনা চাকমা বলেন, প্রতি বছর ঈদে আমাদের বেচাকেনা ভালো হয়। আশা করছি এবারও প্রচুরর টুরিষ্ট সমাগম ঘটবে।

রাঙামাটি টুরিষ্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, টুরিষ্টবোট গুলো সংস্কার করে আমরা পর্যটকদের জন্য প্রস্তুত করেছি। দেশের বর্তমান পরিস্থিতি ভালো হওয়ায় আশারাখি রাঙামাটিতে ভালো সংখ্যক পর্যটকদের আগমন ঘটবে।

রাঙামাটি শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকার আবাসিক হোটেল কসমস ইন-এর ব্যবস্থাপনা পরিচালক একে এম সালাউদ্দিন বলেন, আমাদের হোটেলের প্রায় ৬০ ভাগ রুম বুকিং হয়ে গেছে। ঈদের পরদিন থেকে টুরিষ্ট আসা শুরু হবে আশা করছি।

এদিকে, রাঙামাটি শহরের পর্যটকদের অত্যন্ত আকর্ষণীয় স্থান পুলিশ পলওয়েল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কটেজ গুলোতে ১২-১৪ এপ্রিল পর্যন্ত সবকয়টি রুম বুকিং হয়ে গেছে।

রাঙামাটিতে পর্যটকদের জন্য দর্শণীয় স্থানগুলো মধ্যে  রয়েছে ঝুলন্ত সেতু, পুলিশ পলওয়েল পার্ক, রাজবন বিহার, এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদ, আসামবস্তী-কাপ্তাই সড়ক, বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী, কাপ্তাইয়ের জুম রোস্তোঁরা, নেভী ক্যাম্প এবং রাঙামাটি শহর থেকে অদূরে পর্যটন স্পট সুভলং ঝর্ণা, রাঙামাটি রাজবন বিহার ও আরন্যক পিকনিক স্পট।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স-এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আমাদের হোটেলের প্রায় ৮০ ভাগ রুম বুকিং রয়েছে। এবারের ঈদের ছুটিতে কাঙ্খিত টুরিষ্ট রাঙামাটিতে ঘুরতে আসবেন বলে আশা রাখি। প্রতি বছর ঈদ মৌসুমে রাঙামাটিতে ৫-৬ হাজার পর্যটকের আগমন ঘটে। ঈদকে সামনে রেখে মোটেলকে নতুন করে সাজানো হচ্ছে।  পর্যটকদের আকর্ষণীয় ঝুলন্ত সেতুকেও নতুন সাজে সজ্জিত করা হয়েছে।

মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়