ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাজধানীতে ওআইসি’র ঈদ উপহার বিতরণে কেএসআর’র অংশগ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:৪২, ৯ এপ্রিল ২০২৪
রাজধানীতে ওআইসি’র ঈদ উপহার বিতরণে কেএসআর’র অংশগ্রহণ

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনভুক্ত (ওআইসি) দেশগুলোর দূতাবাস, কুয়েত সোসাইটি ফর রিলিফ কেএসআর) বাংলাদেশ অফিস এবং সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিকাল সাপোর্টের (কুয়েত) সৌজন্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-৯ নির্বাচনি এলাকা মুগদা থানার ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

মুগদার ‘মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ’ রোববার এই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফিলিস্তিন দূতাবাস বাংলাদেশ ও ডিন অব অ্যাম্বাসিডরস অব দ্য ওআইসি কান্ট্রিজ’র রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। সম্মানিত অতিথি ছিলেন কুয়েথ সোসাইটি ফর রিলিফ-(কেএসআর), বাংলাদেশ অফিসের মহাপরিচালক ড. গাজী মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে ২৫ কেজি চাল, ৫ কেজি চিনি, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল, ৫ কেজি ছোলা ও ৫ কেজি লবণসহ একটি প্যাকেট ৫০০ পরিবারপ্রধানের হাতে তুলে দেওয়া হয়। 

/এনএইচ/


সর্বশেষ

পাঠকপ্রিয়