ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

চাল বিতরণে অনিয়‌মের তথ‌্য চাওয়ায় লা‌ঞ্ছিত ৩ সাংবা‌দিক

রাজবাড়ী প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ৮ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৩৭, ৮ এপ্রিল ২০২৪
চাল বিতরণে অনিয়‌মের তথ‌্য চাওয়ায় লা‌ঞ্ছিত ৩ সাংবা‌দিক

লাঞ্ছিত হওয়া তিন সাংবাদিক।

ভি‌জিএফ’র চাল বিতর‌ণে অনিয়‌মের তথ‌্য জানতে চাওয়ায় রাজবাড়ী‌তে সাংবা‌দিক‌দের অকথ‌্য ভাষায় গা‌লিগালাজ ক‌রে লা‌ঞ্ছিত ক‌রে‌ছেন মুলঘর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান।

সোমবার (৮ এপ্রিল) দুপু‌রে মুলঘর ইউনিয়ন প‌রিষদে এমন ঘ‌টেছে।

লা‌ঞ্ছিত হওয়া সাংবা‌দিকরা হ‌লেন- রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লা‌বের অর্থ সম্পাদক মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌ন ও প্রতি‌দি‌নের বাংলা‌দেশ প‌ত্রিকার জেলা প্রতি‌নি‌ধি ইমরান হো‌সেন মনিম, ক্লা‌বের দপ্তর সম্পাদক দৈ‌নিক গণক‌ণ্ঠের জেলা প্রতি‌নিধি আতিয়ার রহমান ও দৈ‌নিক সম‌য়ের কাগ‌জের জেলা প্রতি‌নি‌ধি শহিদুল ইসলাম।

এদি‌কে এ ঘটনার এক‌টি ভি‌ডিও ফু‌টে‌জে শোনা ও দেখা যায়, মুলঘর ইউনিয়ন প‌রিষ‌দের বারান্দায় ইউপি চেয়ারম‌্যান শেখ মো. ওহিদুজ্জামানসহ তার লোকজন সাংবা‌দিক‌দের ওপর চড়াও হন এবং অকথ‌্য ভাষায় গা‌লিগালাজ ক‌রতে থা‌কেন। এক পর্যা‌য়ে প‌রিষ‌দের বারান্দা থে‌কে ধাক্কা দি‌য়ে মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের প্রতি‌নি‌ধি ইমরান হো‌সেন ম‌নিম‌কে নি‌চে ফে‌লে দেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি‌য়ে‌ছেন, রাজবাড়ী প্রেসক্লা‌ব, জেলা প্রেসক্লাব, জেলা রি‌পোর্টাস ক্লা‌ব, জেলা রি‌পোর্টাস ইউনি‌টি এবং বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম রাজবাড়ী জেলা শাখা।

ঘটনার সময় সাংবা‌দিক‌দের ওপরও হামলা ক‌রে তাদের কা‌ছে থাকা এক‌টি ক‌্যা‌মেরা, এক‌টি স্ব‌র্ণের আং‌টি ও নগদ টাকা ছি‌নি‌য়ে নেওয়ার অভি‌যোগ ক‌রে‌ছেন মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের জেলা প্রতি‌নি‌ধি ইমরান হো‌মেন মনিম এবং তিনি এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি নি‌চ্ছেন ব‌লেও জানিয়েছেন।

মুলঘর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান বলেন, আমি সাংবাদিকদের সাথে একটু উচ্চস্বরে কথা বলেছি। তবে অকথ্য ভাষায় গালিগালাজ বা ধাক্কা দেইনি।

উল্লেখ‌্য, মুলঘর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান ইতোপূ‌র্বে বিজ্ঞ আদাল‌তে বিচারাধীন মামলার পক্ষ নি‌য়ে সনদ দেওয়ার অভিযোগে সাম‌য়িকভা‌বে বরখাস্ত হ‌য়ে‌ছি‌লেন। এছাড়া তার বিরু‌দ্ধে গাছ চু‌রিসহ নানা‌বিদ অনিয়‌মের অভি‌যোগ র‌য়ে‌ছে।

রবিউল/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়