ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আশুগঞ্জে লাইনচ্যুত ট্রেন সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার, বন্ধ আপলাইন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:৫৬, ৯ এপ্রিল ২০২৪
আশুগঞ্জে লাইনচ্যুত ট্রেন সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার, বন্ধ আপলাইন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরের মাঝামাঝি দাড়িয়াপুরে লাইনচ্যুত মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৭টার দিকে ট্রেনটিকে উদ্ধার করা হয়। তবে এখনো বন্ধ থাকা রেলপথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার সাকিল জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিল জাহান বলেন, সোমবার রাত সাড়ে ১২টায় ঢাকামুখী একটি মালবাহী ট্রেনের ২টি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রাত সাড়ে ৩টায় রিলিফ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছায়। ভোর ৪টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। সাড়ে ৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৭টায় মালবাহী ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আপলাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত না হওয়া পর্যন্ত শিডিউল বিপর্যয় হওয়া ট্রেনগুলো ডাউন লাইনে চলাচল করবে।

আরো পড়ুন:

 

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়