ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় তিন কোটি টাকার টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৯ এপ্রিল ২০২৪  
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় তিন কোটি টাকার টোল আদায়

ফাইল ফটো

ঈদযাত্রার শেষ সময়েও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েই চলছে। বঙ্গবন্ধু সেতু‌তে গত ২৪ ঘণ্টায় তিন কোটি টাকার উপরে টোল আদায় হয়েছে।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল বলেন, রোববার (৭ এপ্রিল) রাত ১২টা থেকে সোমবার (৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌ দিয়ে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি তিন লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

‘বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ২৭ হাজার ২৩২টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। আর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ১৬ হাজার ১৯৫ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা।’ - যোগ করেন তিনি।

আহসানুল কবির পা‌ভেল আরও বলেন, স্বাভাবিক সময়ে সেতুর দুই পাশে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদকে কেন্দ্র করে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।

কাওছার/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়