ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

প্রধানমন্ত্রীর সদিচ্ছায় ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১০ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:৫৭, ১০ এপ্রিল ২০২৪
প্রধানমন্ত্রীর সদিচ্ছায় ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে: রেলমন্ত্রী

প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে ঈদে যাত্রীরা ট্রেনে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর পাংশায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন ঈদে যাত্রীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্য বাড়ি ফিরতে পারেন। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা পালন করেছি। আন্তরিকভাবে যদি কোনো কাজ করা যায়, আমার মনে হয় যে সেই কাজে সফলতা আসে।

রেলমন্ত্রী আরও বলেন, রেলপথ মন্ত্রণালয় এবং রেলপথ পরিদর্শন অধিদপ্তরসহ আমরা সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করেছি যাত্রীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। আমাদের চেষ্টা ফলপ্রসূ হয়েছে। এ জন্য আমরা জনগণকে এবং রেলের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সদিচ্ছা ও নির্দেশনার কারণে তাকেও ধন্যবাদ জানাই।

মো. জিল্লুল হাকিম বলেন, আমরা যাত্রীদের ফিরতি টিকিটও দিয়েছি। ঈদে যেমন তারা নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন। ঈদ শেষেও তারা একইভাবে কর্মস্থলে ফিরতে পারবেন।

সুকান্ত/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়