ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর ঈদগাহে নামাজ পড়লেন ১০ হাজার মুসল্লি

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১১ এপ্রিল ২০২৪  
গোপালগঞ্জে কেন্দ্রীয় পৌর ঈদগাহে নামাজ পড়লেন ১০ হাজার মুসল্লি

দেশ ও জাতির মঙ্গল কামনা এবং ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া করে গোপালগঞ্জের আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়েছেন ১০ হাজার মুসল্লি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। 

এখানে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পৌর মেয়র শেখ রকিব হোসেনসহ ১০ হাজার মুসুল্লি ঈদের নামাজ পড়েন।

এদিকে, সকাল সাড়ে ৮ টায় থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও সকাল ৯টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদরাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া, ৩০ মিনিট পরপর পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময় এবং জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতেও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়