ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

সড়কে উচ্চশব্দে গান বাজিয়ে ঈদ আনন্দ, জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১১ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:২২, ১১ এপ্রিল ২০২৪
সড়কে উচ্চশব্দে গান বাজিয়ে ঈদ আনন্দ, জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়কে উচ্চশব্দে গান বাজিয়ে ঈদ আনন্দ করায় ও মোটরসাইকেলে অধিক আরোহী থাকার অপরাধে ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৩২০০ টাকা জরিমানা করা হয়। রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন।

তিনি বলেন, সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইন অমান্য করে শিবগঞ্জ-সোনা মসজিদ সড়কে অবৈধ যান ভটভটিতে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে আনন্দ করায় ও এক মোটরসাইকেলে তিনজন যাতায়াতের অপরাধে পাঁচজনের বিরুদ্ধে মামলা করে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল শিবগঞ্জ উপজেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে, ঈদ ও নববর্ষ উদযাপনে আতশবাজি, সড়কে অবৈধ যান ব্যবহার করে উচ্চশব্দে গানবাজনা নিষিদ্ধ করে।

মেহেদী/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়