ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

টাঙ্গাইলে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ১২ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:৩০, ১২ এপ্রিল ২০২৪
টাঙ্গাইলে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ডানে রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান

টাঙ্গাইলের নাগরপুরের ঐতিবাহী সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক ও রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অতিথি ছিলেন সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ন শীল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. শুভ সরকার। এ সময় সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০১০ থেকে ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়