ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১২ এপ্রিল ২০২৪  
টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ 

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ ইসহাকের ঘের নামক এলাকা থেকে এই মাদক জব্দ হয়।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এতথ্য জানিয়েছেন।

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি চালান নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে আসছে বলে গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি। এরপর বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাতে টেকনাফের ইসহাকের ঘের এলাকার নাফ নদীর কাছে অবস্থান নেই। নদী পার হয়ে আসার সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এসময় মাদক কারবারিরা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তা দুটি ভেতর থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরো পড়ুন:

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়