এবার ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: রেলমন্ত্রী
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৫৯, ১২ এপ্রিল ২০২৪
আপডেট: ২১:০৯, ১২ এপ্রিল ২০২৪
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, এবার ঈদে ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি। মানুষ এই প্রথম স্বস্তিতে রেল ভ্রমণ করেছে। আগামীতে আরও ভালো কিছু হবে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রেলমন্ত্রীর স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় রেলমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য আবু সালেহ মো. নাজমুল হক সাগর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
ফারুক/কেআই