ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ১২ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৪৭, ১২ এপ্রিল ২০২৪
ফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরহাট কুম্ভার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. আব্দুল্লাহ (১৫) ও মোস্তাকিম (১৩)। সম্পর্কে তারা খালাতো ভাই। নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কের এসিবি স্কুলের সামনে একটি মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

আরো পড়ুন:

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়