ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১৩ এপ্রিল ২০২৪  
ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাতয়ানি বাজারের হাওলাদার বাড়ি সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে। এসময় নানা শ্রেণিপেশা ও বয়সের শত শত নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে নান্নু সিকদারের ঘোড়া। ১০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।  

আরো পড়ুন:

স্থানীয়রা জানিয়েছে, শত বছর ধরে চৈত্র সংক্রান্তির আগের দিন বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামীন মেলার আয়োজন থাকে। মেলায় বিভিন্ন রকমের খাবার ও হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মেলা ও ঘোরদৌড় প্রতিযোগিতা দেখতে দূর দূরান্তের শত শত নারী পুরুষ ও শিশুরা আসেন। হিন্দু- মুসলিম এক হয়ে সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। 

মেলার আয়োজক মনি শংকর হাওলাদার বলেন, বর্তমান প্রজন্মকে অতীত ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর ঘোড়দৌড় ও গ্রামীন মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা এখানে এসে আনন্দ উপভোগ করে। প্রতি বছরই এধরেন আয়োজন করা হবে।

অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়