ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:৩৮, ১৩ এপ্রিল ২০২৪
মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ খান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার (১৩ এপ্রিল) ভোরে ঘটনাটি ঘটে। 

নিহত পারভেজ খান আওয়ামী লীগ কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে সূত্র জানিয়েছে। অপর গুলিবিদ্ধ মোহাম্মদ রাব্বিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আধিপত্য নিয়ে ওই এলাকার আহম্মেদ এবং মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই দুই গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ শনিবার ভোরে আহম্মেদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দুই জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ৬ জন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ঘটনাস্থল পরিদর্শন করি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারভেজ খানের মৃত্যু হয়েছে বলে শুনেছি। 

তিনি আরও বলেন, ওই দুই গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আহম্মেদ গ্রুপ বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারী এবং মামুন গ্রুপ সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অনুসারী। নিহত পারভেজ বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবলবের অনুসারী।

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়