হাসপাতালের এক্স-রে কক্ষে বিষধর সাপ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হলি হেলথ নামের একটি বেসরকারি হাসপাতালের এক্স-রে কক্ষ থেকে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১২ এপ্রিল) রাতে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে স্নেক রেসকিউ টিমের সদস্যরা সাপটি উদ্ধার করেন।
স্নেক রেসকিউ টিমের সদস্য মেহরাজ হোসেন বলেন, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এক্স-রে কক্ষে সাপ দেখতে পান হাসপাতালের কর্মীরা। এরপর রেসকিউ টিমকে খবর দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটি শঙ্কিনী জাতের। এটি বিষধর সাপ। সাপটি কীভাবে হাসপাতালের এক্স-রে কক্ষে প্রবেশ করলো সে সম্পর্কে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
রেজাউল/মাসুদ