ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

মাছের ঘের থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:০১, ১৩ এপ্রিল ২০২৪
মাছের ঘের থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

ঝালকাঠির নলছিটিতে মাছের ঘের থেকে জুবায়ের ইসলাম গাজী (৬) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

জুবায়ের ইসলাম গাজী ওই গ্রামের মো. মনিরুজ্জামান গাজীর ছেলে ও নলছিটি মারযাকুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকল ১১টার দিকে জুবায়েরকে বাসায় দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে একটি মাছের ঘেরের পাশে তার ব্যবহৃত জুতা দেখে সেখানে খোঁজা শুরু করেন। পরে ওই ঘের থেকে ডুবন্ত অচেতন অবস্থায় মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অলোক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়