মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নিহতের স্বজনদের আহাজারি
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে আক্তারুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে পৌর শহরের শিশিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আক্তারুল ইসলাম একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, আক্তারুল ইসলাম বাড়ির পাশের মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে ফেরার পথে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সীমা বিশ্বাস বলেন, মৃত অবস্থায় আক্তারুল ইসলামকে হাসপাতালে আনা হয়েছিল।
ফারুক/কেআই