ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নাটোরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ১৩ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:১১, ১৩ এপ্রিল ২০২৪
নাটোরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার লালোর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

মৃত ফাতেমা (৬) নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার রায়হানের মেয়ে ও সুরাইয়া (৬) সিংড়া উপজেলার ঢাকঢোল ডাঙ্গাপাড়া এলাকার প্রবাসী ফারুকের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার মা-বাবার সঙ্গে মামা ফারুকের বাড়িতে বেড়াতে যায় ফাতেমা। শনিবার দুপুরে ফাতেমা তার মামাতো বোন সুরাইয়াকে নিয়ে খেলতে বের হয়। প্রায় দুই ঘণ্টার মতো তাদের সন্ধান না পেয়ে ফাতেমার মামী জেসমিন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জেসমিন বাড়ির পাশের পুকুরে তাদের জুতা দেখতে পান। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরিফুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়