ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

দস্যুদের কবল থেকে মুক্ত হয়ে দুবাইয়ের পথে এমভি আবদুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১০:১৮, ১৪ এপ্রিল ২০২৪
দস্যুদের কবল থেকে মুক্ত হয়ে দুবাইয়ের পথে এমভি আবদুল্লাহ 

সোমালিয়ান জলদস্যুদের কাছে ৩১ দিন বন্দি থাকার পর বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও তার ২৩ নাবিক মুক্তি পেয়েছেন। বর্তমানে তারা জাহাজ নিয়ে সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়েছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম।

আজ রোববার ভোরে নাবিক ও জাহাজটিকে ছেড়ে দেয় সোমালিয়ার জলদস্যুরা। নাবিকরা সবাই অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন মিজানুল ইসলাম।

এর আগে, গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন। 

কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এস আর শিপিংয়ের আরও একটি জাহাজ প্রায় ১৪ বছর আগে আরব সাগর থেকে জিম্মি হয়েছিল। ‘এমভি জাহান মনি’ নামের জাহজটি পণ্য পরিবহন করতো। সেসময় ১০০ দিন পর ২৫ বাংলাদেশিসহ জাহাজটি মুক্তি পায়। তবে, কোন প্রক্রিয়ায় তারা মুক্তি পেয়েছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়