ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী ও শ্যালক আহত
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানের ধাক্কায় হেলাল উদ্দিন (২৬) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও শ্যালক।
রোববার (১৪ এপ্রিল) রাত ৮টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মোড়ভাঙ্গা এলাকার বাসিন্দা ও আকুবপুর গ্রামের আব্দুল জলিলের জামাতা।
নিহত হেলালের চাচা শ্বশুর জিয়াউদ্দিন বলেন, আকুবপুর গ্রামে হেলাল তার শ্বশুরবাড়ির দাওয়াত খেয়ে স্ত্রী জুই ও শ্যালক জীবনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মোড়ভাঙ্গা এলাকায় যাওয়ার পথে শুকুরকান্দি নামক স্থানে পৌঁছালে পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হেলাল নিহত ও তার স্ত্রী এবং শ্যালক গুরুতর আহত হয়।
গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী বলেন দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবরর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফারুক/টিপু