ঘুরতে যেয়ে চরে আটকা পড়া ৮০ পর্যটককে উদ্ধার করলো নৌপুলিশ
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঈদে ঘুরতে আসা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা আব্দুল্লাহ চরে আটকে পড়া ৮০ জন পর্যটককে উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ এ তথ্য জানান। এর আগে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ মাধ্যমে ফোন পেয়ে ৩ টি ট্রলারে আটকে পড়া এসব পর্যটকদের উদ্ধারে অভিযান চালায় নৌ-পুলিশ।
ফেরদৌস আহমেদ বলেন, শনিবার বিকেলে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা মেঘনা নদীর ওপারে আব্দুল্লাহ চরে ঘুরতে যান। রামগতি উপজেলার মূল ভূখণ্ড থেকে এ দ্বীপের দূরত্ব ২৫ কিলোমিটারের বেশি। নদীর স্রোতের কারণে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের মধ্যে অনেকেই আটকা পড়েন। সে সময় তাদের মধ্য থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। ৯৯৯ থেকে আমাদের বিষয়টি জানানো হয়। আমরা জরুরি ভিত্তিতে স্পিডবোট, ট্রলার এবং বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আটকে পড়া ৮০ জনকে উদ্ধার করি। পরে রাত সাড়ে ৮ টার দিকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
নৌ-পুলিশের এ অফিসার আরও জানান, গেলো বছর চরে আটকে পড়ে নারী পর্যটক ধর্ষণের শিকার হয়েছেন। তাই ভ্রমণে নিজেদের সতর্ক হতে আহবান জানান তিনি।
লিটন/টিপু