ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

টাঙ্গাইলে সত্যেন বোস গণিত ও বিজ্ঞান উৎসব পালন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১৫ এপ্রিল ২০২৪  
টাঙ্গাইলে সত্যেন বোস গণিত ও বিজ্ঞান উৎসব পালন

টাঙ্গাইলে সত্যেন বোস গণিত ও বিজ্ঞান উৎসব আয়োজন করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) দিনব্যাপী টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বোসন বিজ্ঞান সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ কায়কোবাদ। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রিন ইউনিভার্সিটির প্রফেসর আহসান হাবীব তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম, বোসন বিজ্ঞান সংঘের সভাপতি মো. মাজেদুর রহমান প্রমুখ।

আরো পড়ুন:

এসময় সত্যেন বোস গণিত ও বিজ্ঞান উৎসবে ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে তিন ক্যাটাগরিতে ৭৪ জন শিক্ষার্থীকে মেডেল ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

কাওছার/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়