ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৮

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১৫ এপ্রিল ২০২৪  
চাঁদপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৮

চাঁদপুরের কচুয়া উপজেলায় জুয়ার আসর থেকে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন এতথ্য জানান।

এর আগে, গতকাল রোববার তাদের গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- ভূঁইয়ারা গ্রামের সাইফুল ইসলাম মাইকেল (৪০), একই গ্রামের মিলন হোসেন (২২), সাকিল হোসেন (২৬), সোলাইমান (৪৫), নাছির উদ্দিন (২১), দহুলিয়া গ্রামের আব্দুল কাইয়ুম (২৭), মেঘদাইর গ্রামের সাকিল হোসেন (১৯), পার্শ্ববর্তী পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামের মনির হোসেন (৪০)। এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭১০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখী মেলায় জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। কচুয়া থানায় জুয়া আইনের ৪ ধারায় মামলা করে আসামিদের আজ সোমবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। জুয়া খেলা বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়