ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

নীলফামারীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার ৬

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১৫ এপ্রিল ২০২৪  
নীলফামারীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার ৬

নীলফামারীতে প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আতাউর ইসলাম (৩৫), মো. রফিকুল ইসলাম (৪৯), মো. আলী হোসেন (৪৫), মো. জামিয়ার রহমান (৪২), মো. সিরাজুল ইসলাম (৪৫),  মো. গোলাম মোস্তফা (৪২)।

পুলিশ জানায়, নীলফামারীর গোড়গ্রাম ইউনিয়নের একটি বাজারে অটোমেকার সিরাজুল ইসলামের দোকানের পেছনে প্রতিবন্ধী যুবতীকে কৌশলে নিয়ে গিয়ে ছয় জন মিলে গণধর্ষণ করেন। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব জজ গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ছয় জনকে ইউনিয়ন পরিষদে আটক রেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় নীলফামারী থানায় মামলা হয়েছে। মামলা নং ১২, তাং ১৫/০৪/২০২৪, ধারাঃ নাঃশিঃ নিঃ দমন আইনের ৯(৩)।

আরো পড়ুন:

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সিথুন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়