ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

সাভারে এসি বিস্ফোরণে দগ্ধ ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১৬ এপ্রিল ২০২৪  
সাভারে এসি বিস্ফোরণে দগ্ধ ৩

সাভার এলাকার ম্যাপ। ছবি: গুগল

সাভারে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাত ৯ টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন দোকানের মালিক ইউসুফ, নাহিদ। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। ৩ জনের মধ্যে ইউসুফ ও নাহিদের এনাম মেডিক্যালে চিকিৎসা চলছে। আরেকজন সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টার দিকে ওই দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এনাম মেডিক্যালের ডিউটি ম্যানেজার ইউসুফ বলেন, এসি বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ২ জন এসেছেন। তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরে জানানো হবে।

/সাব্বির/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়