ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১১

ফরিদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ০৯:৫১, ১৬ এপ্রিল ২০২৪
ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

ফরিদপুরের কানাইপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে ৮ জন।কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সকাল ৮টার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওসি মো. হাসানুজ্জামান বলেন, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের এই হতাহতের ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম গণমাধ্যমকে বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিহতরা সবাই পিকআপের যাত্রী। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

/তামিম/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়