ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ময়মনসিংহে ড্রিমল্যান্ডের দুই বাসে সংঘর্ষে নিহত ২, আহত ১৫ 

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:২৮, ১৬ এপ্রিল ২০২৪
ময়মনসিংহে ড্রিমল্যান্ডের দুই বাসে সংঘর্ষে নিহত ২, আহত ১৫ 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ড্রিমল্যান্ড পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

মঙ্গলবার (১৬ এপ্রিল)  সকালে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের হিমালয় ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী।

আরো পড়ুন:

ওসি জানান, সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকাগামী একটি বাসের সাথে শেরপুরগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি ছিটকে রাস্তার দুই পাশে পড়ে যায়। দুটি বাসই ছিল ড্রিমল্যান্ড পরিবহনের।  এতে ঘটনাস্থলে একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, বাসের দুই চালককে খুঁজে পাওয়া যায়নি তবে বাস দুটি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

মিলন/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়