ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের চাপায় মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৬ এপ্রিল ২০২৪  
সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের চাপায় মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের চাপায় আলিম বিশ্বাস (৬২) নামে একজন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিম বিশ্বাসের বাড়ি কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, আলিম বিশ্বাস কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে যায় বলেও জানান ওসি।

বাদল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়