ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

সরকারি চাল মিনিকেটের বস্তায় 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:২৪, ১৬ এপ্রিল ২০২৪
সরকারি চাল মিনিকেটের বস্তায় 

বরগুনার বেতাগীতে ১৩৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মিনিকেটের বস্তায় প্যাকেটিংয়ের সময় সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করুণা গ্রামের আবদুল মান্নানের গোয়াঁল ঘর থেকে এই চাল জব্দ হয়। 

আবদুল মান্নানের ভাষ্যমতে, সরকারি চাল তার মামাতো ভাই বেতাগী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শামিম আহম্মেদের।

শামিম আহম্মেদ বলেন, এসব চাল খাদ্যগুদম থেকে আমার ক্রয় করা। যার বৈধ কাগজপত্র আছে।

আরো পড়ুন:

সরকারি চাল ব্র্যান্ডিং প্যাকেট করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এভাবেই করে আসছি। এসব ব্যাপারে থানা ও প্রশাসন জানেন।

বেতাগী সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেতাগী উপজেলার দক্ষিণ করুনা গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মিনিকেট ব্র্যান্ডের চালের বস্তায় সরকারি চাল বিক্রয়ের উদ্দেশ্যে প্যাকেটজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। চাল প্যাকেটিং কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, চাল নিয়ে তদন্ত করছেন তারা। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়