ঢাকা     সোমবার   ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৫ ১৪৩১

আ.লীগের মূল লক্ষ্য সংগঠনকে ঐক্যবদ্ধ করা: হানিফ 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১৬ এপ্রিল ২০২৪  
আ.লীগের মূল লক্ষ্য সংগঠনকে ঐক্যবদ্ধ করা: হানিফ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে, সংগঠনকে গুছিয়ে ঐক্যবদ্ধ করা। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে যে ছোটখাটো বিভেদ সৃষ্টি হয়েছে, কোনো কোনো জায়গায় অনৈক্য হয়েছে সেগুলোকে সাংগঠনিকভাবে দ্রুত নিরসন করে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করা।’

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ২০২৫ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল। এ কারণে উপজেলা নির্বাচনের পর ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সব মেয়াদউর্ত্তীর্ণ কমিটির কাউন্সিল করা হবে।

আরো পড়ুন:

এখন আর কারো ওপর নির্ভর করা যাবে না, নিজেদের শক্তি দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি নেতারা বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য বিদেশি শক্তির ওপর নির্ভর করে যে ষড়যন্ত্র করেছিল মির্জা ফখরুলের স্বীকরোক্তিতে সেটা প্রমাণ হলো। এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদও জানান তিনি।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়