ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

দুর্গাসাগর দিঘিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু 

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৬ এপ্রিল ২০২৪  
দুর্গাসাগর দিঘিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু 

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘির পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ডুবে যান।

মৃত মন্দিপ মণ্ডল (১৯) বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ ঘোষ বাড়ির বাসিন্দা সাগর মণ্ডলের ছেলে। তিনি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

কলেজছাত্র মন্দিপের মা চম্পা মণ্ডল বলেন, দুর্গাসাগর দিঘিতে দুই ছেলেকে নিয়ে পুন্য স্নান করতে নামেন তার স্বামী সাগর মণ্ডল। স্নান শেষে উঠার সময় মন্দিপকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। মাইকিং করে না পেয়ে ডুবুরিরা ঘাটের কিছু দূর থেকে ছেলেকে উদ্ধার করেন। তার ছেলে সাঁতার জানত না। কীভাবে ডুবে গেছে তা কেউ দেখেনি। 

আরো পড়ুন:

বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের টিম লিডার মীর শাহবুদ্দিন বলেন, ডুবুরিরা ঘাটের কিছু দুর থেকে অচেতন অবস্থায় মন্দিপকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। 

আরিফুর/বকুল  

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়