ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য আহত

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ১৭ এপ্রিল ২০২৪   আপডেট: ০৯:৪৬, ১৭ এপ্রিল ২০২৪
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য আহত

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল ইসলাম নান্নু (৪৮) নামের সাবেক এক ইউপি সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লোহাকুচী বিওপি এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ৯২১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানা, ওই এলাকা দিয়ে সাইফুল ইসলাম নান্নুসহ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্তে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে সাইফুল ইসলাম নান্নু গুলিবিদ্ধ হন। পরে নান্নুর সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমানায় নিয়ে আসলে বিজিবি আহত নান্নু মিয়াকে হেফাজতে নেয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক বাংলাদেশিকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আহতকে রংপুরে রেফার্ড করলে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। আহতের পরিবার চিকিৎসার জন্য তাকে রংপুর নিয়ে যাচ্ছে।

বাদশা/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়