ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট ৩ দিন বন্ধ 

পঞ্চগড় প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৭ এপ্রিল ২০২৪  
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট ৩ দিন বন্ধ 

ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে তিন দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। আজ বুধবার (১৭ এপ্রিল) থেকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ-ভারত ইমিগ্রেশন বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, ‘ভারতের লোকসভা নির্বাচনের কারণে তিন দিন আমাদের চারদেশীয় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। এ মর্মে জলপাইগুড়ী জেলা ম্যাজিস্ট্রেট সালমা পারভীন চিঠি দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখার জন্য বলেছেন। তাই যাত্রী পারাপার হবে না।’ 

আরো পড়ুন:

ইমিগ্রেশন বন্ধ ঘোষণার পাশাপাশি বাংলাবান্ধা স্থলবন্দরের ভারতের পণ্য আমদানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন। তিনি বলেন, ‘ভারতের লোকসভা নির্বাচনের কারণে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের বাংলাদেশীদের পণ্য দেবে না। তবে নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি অব্যাহত থাকবে।’ 

প্রতিবেশী দেশ ভারতে আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে সাত দফায় লোক সভা নির্বাচন। মোট ৫৪৩টি লোকসভা আসনে এ নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন হবে চার রাজ্যে। একই সঙ্গে বিধানসভা উপনির্বাচন হবে ১৩টি রাজ্যে। ভোট শেষ হবে ১ জুন। ভোট গণনা ও ফল প্রকাশিত হবে ৪ জুন।

নাঈম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়