নান্দাইলে চার সন্তানের জননীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের নান্দাইলে দুর্বৃত্তরা নাজমা আক্তার (৩৫) নামে একজন চার সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারি আনি পাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত নাজমা আক্তার ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।
নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
সুজন মিয়া জানান, নাজমা । রাতে পরিবারের সদস্যদের সাথে খাওয়া দাওয়া শেষে রাত ১০ টার দিকে পান কিনতে বের হয় নাজমা আক্তার। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে ধান ক্ষেতে ক্ষত-বিক্ষত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে।
এসআই মো. সুজন মিয়া আরও বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে।
মিলন/টিপু