শেরপুরে জামায়াত সরে গেলেও বিএনপি’র প্রার্থী রয়ে গেছেন
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে শেরপুরের দুইটি উপজেলায় মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শ্রীবরদী উপজেলায় ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৭ জনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় সুরা মজলিস সদস্য মোহাম্মদ নুরুজ্জামান বাদল মনোনয়ন পত্র দাখিল করলেও কেন্দ্রীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
ঝিনাইগাতী উপজেলায় মোট ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে ৫ জন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বাকি দুই জনের মধ্যে একজন জাসদ ও একজন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপির ওই প্রার্থীর নাম আমিনুল ইসলাম বাদশা। তিনি জেলা বিএনপির দুইবারের যুগ্ম আহ্বায়ক এবং দুই বারের ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
এ ব্যাপারে আমিনুল ইসলাম বাদশা বলেন, আমি নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো এবং জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুই উপজেলায় মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২৬ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারিকুল/টিপু