পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা বলেন, আগামী মাসে (মে) অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। প্রতিটি পরীক্ষার মাঝে একদিনের বন্ধ রয়েছে। আমরা এই রুটিন মানি না। প্রতিটি পরীক্ষার মাঝে ২-৩ দিন বিরতি দিতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে রুটিন পরিবর্তন করতে হবে। না হলে পরবর্তীতে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে।
মোস্তাফিজুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, সময় কমানোর নামে শিক্ষার্থীদের জীবনে হুমকির মুখে ফেলে দিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা চাই প্রকাশিত রুটিন পরিবর্তন করে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে ২-৩ দিন ছুটি দেওয়া হোক।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ফয়সাল আহমেদ জয় বলেন, পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গাজীপুর ও আশপাশের অনেক কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। দ্রুত এটি পরিবর্তনের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে। যা চলবে ৬ জুন পর্যন্ত।
রেজাউল/কেআই