ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

পাবনায় ভারতীয় চিনিবোঝাই ১২ ট্রাক জব্দ, আটক ২৩

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৯ এপ্রিল ২০২৪   আপডেট: ০৮:৫২, ১৯ এপ্রিল ২০২৪
পাবনায় ভারতীয় চিনিবোঝাই ১২ ট্রাক জব্দ, আটক ২৩

ছবি: রাইজিংবিডি

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় ট্রাকগুলোর চালক ও হেলপারসহ ২৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক জব্দ এবং চালক ও হেলপারদের আটক করা হয় বলে নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

আরো পড়ুন:

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই কাজিরহাট ঘাটে অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এসব ট্রাকে অন্তত ২৪২ মেট্রিক টন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে ডিবি পুলিশ আটক করে। এ সময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্দ করা হয় এবং ২৩ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান আকবর আলী মুন্সী।

/শাহীন/এসবি/ 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়