ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনা কারাগারে কয়েদির মৃত্যু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:০৭, ১৯ এপ্রিল ২০২৪
পাবনা কারাগারে কয়েদির মৃত্যু

ফাইল ফটো

পাবনা কারাগারে হাবিবুর রহমান (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাবিবুর রহমান পাবনার আটঘরিয়া উপজেলার পাটেশ্বর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। পাবনা জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাংকের চেক ডিজ-অনার মামলায় গত ৫ মার্চ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পাবনা জেলা কারাগারে পাঠায় পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে কয়েদি হিসাবে ছিলেন। বৃহস্পতিবার রাতে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে জেলা কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

শাহীন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়