ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মৌলভীবাজারে ঝড়ে ব্যাপক ক্ষতি, ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:২৯, ১৯ এপ্রিল ২০২৪
মৌলভীবাজারে ঝড়ে ব্যাপক ক্ষতি, ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

মৌলভীবাজারে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি।

মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়াসহ বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি, রবিশস্য, গাছপালা ও বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। পল্লী বিদ্যুতের প্রায় ৩০ হাজার গ্রাহক রাত থেকেই বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় কমলগঞ্জ সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জামির কোনা, উত্তর তিলকপুর ও তিলকপুর গ্রামে ২৫-৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন। ঝড়ে ১৫-২০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

এ ছাড়া কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় ঝড়ে বেশ কিছু গাছপালা উপড়ে গিয়ে বৈদ্যুতিক লাইনের ক্ষতি সাধিত হয়েছে। এতে করে জেলার পল্লী বিদ্যুতের প্রায় ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

আরো পড়ুন:

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, বিদ্যুৎ চলাচল স্বাভাবিক হতে সন্ধ্যা হয়ে যাবে। কৃষকরা ও ভুক্তভোগীরা ভর্তুকির দাবি জানিয়েছেন সরকারের কাছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হামিদ/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়