ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১৯ এপ্রিল ২০২৪  
স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের (৩০) বাড়িতে অনশন করছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন প্রেমিক অনুপম ভূঁইয়ার বাড়িতে অবস্থান নেন তিনি।

অনশনকারী তরুণী জানান, প্রায় ৮ বছর আগে পটুয়াখালীর গলাচিপায় মামার বাড়ি থাকা অবস্থায় অনুপমের সঙ্গে তার প্রেম হয়। এর কয়েক বছর পর কুয়াকাটায় গোপনে বিয়ে করেন তারা।

সরকারি চাকরি পেলে অনুপম তাকে ঘরে তুলবে বলে এতদিন বলে আসছিল। কিন্তু দীর্ঘ দিনেও তাকে ঘরে না তুলে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয়।

পরে তরুণী জানতে পারেন, অনুপমের অন্যত্র বিয়ে হয়েছে। কোনো উপায় না পেয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেন তিনি। এদিকে, ওই তরুণীর আসার খবরে গাঁ ঢাকা দিয়েছেন প্রেমিক অনুপম।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়