দুই মোটরসাইকেলকে বালুবাহী ট্রাকের চাপা, নিহত বেড়ে ৩
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়েছে বালুবাহী একটি ট্রাক। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজন।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পবা উপজেলার নতুন কসবা গ্রামের লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই উপজেলার সুত্রাবন এলাকার মো. আলমগীরের ছেলে মো. সুইট (৩১) ও লালমনিরহাট সদরের বড়বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।
দামকুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, মুরারিপুর এলাকায় বালুবাহী একটি ট্রাক দুই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে প্রাণ হারান দুইজন। আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কেয়া/কেআই