ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

পুলিশ সদস্যের বিরুদ্ধে পরিবহন শ্রমিককে মারধরের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১৯ এপ্রিল ২০২৪  
পুলিশ সদস্যের বিরুদ্ধে পরিবহন শ্রমিককে মারধরের অভিযোগ

সাভার হাইওয়ে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে হানিফ (২৮) নামে এক পরিবহন শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

হানিফ মৌমিতা পরিবহনে কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন বলে জানা গেছে। অভিযুক্ত হলেন- সাভার হাইওয়ে পুলিশের কনস্টেবল রোজদার।

হানিফ বলেন, ‘মৌমিতা পরিবহনের একটি বাস গ্যারেজ করে সড়কে এসে দেখি, অপর একটি বাস আটকে কাগজ দেখতে চাচ্ছে হাইওয়ে পুলিশের একটি টিম। তাৎক্ষনিক কাগজ দেখাতে না পারায় চালককে মারধর করছিল তারা। এগিয়ে গিয়ে বলি, ভাই মহাজন আসতেছে মারধর করছেন কেন? এরপরই আমাকে গালিগালাজ দিয়ে মারধর শুরু করেন সাভার হাইওয়ে পুলিশের কনস্টেবল রোজদার।

অভিযোগের বিষয়ে জানতে কনস্টেবল রোজদারের সঙ্গে সাংবাদিক পরিচয়ে কথা বলতে গেলে তিনি হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে কথা না বলে চলে যান।

এ বিষয়ে জানতে হাইওয়ে পুলিশের টহল টিমের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক জিল্লুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি বলে ফোন রেখে দেন। এরপর আর যোগাযোগ করেননি।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক আইয়ুব আলী বলেন, পরিবহন শ্রমিক ও বাস মালিকরা থানায় এসেছিলেন। টহল টিমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাব্বির/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়