ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২০ এপ্রিল ২০২৪  
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া খরনা চেয়ারম্যান ঘাটা এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত ও ৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি আটক করে।

নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুচ মার্কেট এলাকার আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিব (১৮) ও কক্সবাজার জেলার রামু থানার আহমদ হোসেনের ছেলে নুরুল আলিম (২৭)।

আরো পড়ুন:

একই দিন, সন্ধ্যার দিকে পটিয়া মনসা বাদামতল থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি মিনিবাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে একজন নিহত হন। তার নাম মোহাম্মদ রফিক।

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়