ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে আতঙ্কে এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২০ এপ্রিল ২০২৪  
মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে আতঙ্কে এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মরদানায় মুহুর্মুহ ককটেল বিস্ফোরণ হয়েছে। আইয়ুব বাজারের আশপাশের এলাকায় শনিবার (২০ এপ্রিল) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকার দুই পক্ষের মধ্যে ককটেলবাজি হয়। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৭টা থেকে ৯টা পযন্ত মরদানা-আইয়ুব বাজারে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়। পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুস সালাম ও খাইরুল আলম জেমের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। এতে ওই এলাকায় ভয় ছড়িয়ে পড়ে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতেও প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায় ওই দুইপক্ষের লোকজন।

মরদানার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে ককটেলের বিস্ফোরণের আওয়াজ শুনে আমরা ঘুমাতে যায়। আবার ঘুম ভেঙেছে ককটেল বিস্ফোরণে শব্দ শুনে। এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ এলাকায় টহল দিচ্ছে।’

আরো পড়ুন:

শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আজম আলী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু-পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ করেছে। মুর্হুমুহ ককটেল বিস্ফোরণে এলাকার মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। 

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগে ৬ আটক করা হয়েছে। 

পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবে বলে জানান ওসি।

শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়