চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:০১, ২১ এপ্রিল ২০২৪
আপডেট: ০৯:০২, ২১ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে।
ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সীমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রেজাউল/কেআই