থানচিতে ব্যাংক ডাকাতি: ২ আসামি রিমান্ডে
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
পুলিশ সূত্র জানায়, থানচিতে ব্যাংক ডাকাতি মামলায় গ্রেপ্তার ২ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, থানচিতে ব্যাংক ডাকাতি মামলায় গ্রেপ্তার কফিল উদ্দিন ও ভানলাল বয় বমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে।
চাইমং/কেআই