ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

গাছে ধাক্কা লেগে উড়ে গেছে বাসের ছাদ, নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২২ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:৫৪, ২২ এপ্রিল ২০২৪
গাছে ধাক্কা লেগে উড়ে গেছে বাসের ছাদ, নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে। এতে আল শামীম নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় বাসের পুরো ছাদ উড়ে গেছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল শামীম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে পাবনাগামী সি লাইন পরিবহনের একটি বাস মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসের পুরো ছাদ উড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ৮ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো পড়ুন:

রাসেল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়