ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

গোপালগঞ্জে নিজ বাড়িতে যুবককে গলাকেটে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২২ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:৪৯, ২২ এপ্রিল ২০২৪
গোপালগঞ্জে নিজ বাড়িতে যুবককে গলাকেটে হত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অশোক মন্ডল নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ এপ্রিল) ভোররাতে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অশোক মন্ডল একই গ্রামের কালিপদ মন্ডলের ছেলে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন অশোক। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল বলেন, ঘটনার দিন রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। সেসময় বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম টিভি দেখছিল। গভীর রাতে হঠাৎ অসীমের চিৎকারে ঘুম ভেঙ্গে যায়। উঠে দেখি, অশোকের গলাকাটা শরীর ধরে অসীম চিৎকার করছে। দ্রুত অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলেই সে মারা যায়।

বাদল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়