ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২২ এপ্রিল ২০২৪  
সিলেটে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বামের ছবিতে টুপি পরা ইউসুফ রুহান ও ডানের ছবিতে রিহান আক্তার ইয়াছিন।

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর একজন বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশীরকাপন গ্রামের সিরাজ মিয়ার পুত্র রিহান আত্তার ইয়াছিন (১১) ও অপরজন বিশ্বনাথ পুরান বাজারের স্থানীয় ময়নুল মিয়ার ভাড়াটিয়া নেত্রকানা জেলার বারহাট্টা থানার নৈহাটি গ্রামের তিতন মিয়ার পুত্র ইউসুফ রুহান (১১)। দু’জনই ছিল বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র এবং দুজনেই ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। সম্পর্কে তারা ফুফাতো ও মামাতো ভাই।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্সের পিছনের সরকারি পুকুরে হঠাৎ দুই শিশুর লাশ ভেসে উঠে। তখন পার্শ্ববর্তী সরকারি কোয়াটারের বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। বিকেল ৫টার দিকে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে।

বিশ্বনাথ থানার এসআই জয়ন্ত সরকার বলেন, নিহত দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়