ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

সিনেমা হলে দর্শক টানতে টিকিটের সঙ্গে বিরিয়ানির প্যাকেট 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ২২ এপ্রিল ২০২৪  
সিনেমা হলে দর্শক টানতে টিকিটের সঙ্গে বিরিয়ানির প্যাকেট 

সিনেমা নির্মাণের পর হলে দর্শক টানতে সেই সিনেমার টিজার, ট্রেইলার, গানও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে। এ সব করেন সিনেমা নির্মাতা সংশ্লিষ্টরা। দর্শক আকৃষ্ট করতে করা হয় বিভিন্ন ধরণের পোস্টার ডিজাইনও। সাঁটানো হয় দেয়ালে দেয়ালে। তবে এবার বগুড়ার এক সিনেমা হল কর্তৃপক্ষ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া চিত্রনায়িকা পূজা চেরি এবং নায়ক আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা দেখতে আসা দর্শকদের ১০০ টাকার টিকিটের সঙ্গে এক প্যাকেট বিরিয়ানি তুলে দিয়েছেন ঝংকার সিনেমা হল কর্তৃপক্ষ। শনিবার (২০ এপ্রিল) দুপুর থেকে এমন উদ্যোগ চালু করা হয়। 

হল কর্তৃপক্ষ বলছে, দর্শক ফিরে আসুক, দেশের চলচ্চিত্রশিল্প এবং সিনেমা হল বেঁচে থাকুক, এটাই চাওয়া তাদের।

টিকিটের সঙ্গে বিরিয়ানির প্যাকেটের অফারের ফলে মানুষের মুখে মুখে ফিরছে ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলের নাম। সিনেমা হলটি ১৯৮৪ সালে ধুনট উপজেলা শহরে নির্মাণ করা হয়। ঈসা খানের মালিকানাধীন হলটি চালুর পর থেকে দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে ছিল। কিন্তু গত দশকে সিনেমা থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। হলটিও বন্ধ ছিল। দীর্ঘ দিন পর গত শনিবার (২০ এপ্রিল) ফের সিনেমা প্রদর্শন শুরু করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

ঝংকার সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন বলেন, ‘১০ বছর পর হলে আবারও শো চালু হলো। প্রথম শো থেকে আমরা ১০০ টাকার টিকিটের সঙ্গে দর্শকদের বিরিয়ানি দিচ্ছি। সিনেমাটি হলে যতদিন চলবে, ততদিন আমরা বিরিয়ানি দেবো।’ 

তিনি বলেন, ‘যতদূর জানি, কোনো হল কর্তৃপক্ষ দর্শকদের একটা কোল্ড ড্রিংকসও কখনও খাওয়ায়নি। আর আমি যেহেতু আগে রেস্টুরেন্টের ব্যবসা করতাম, এখান থেকে চিন্তা আসে হলে দর্শক টানতে তাদের বিরিয়ানি খাওয়ানোর। এরপর চিন্তার প্রতিফলন ঘটাই।’ 

বিরিয়ানির প্যাকেট দর্শকদের দিয়ে শো-চালানোর খরচ তুলতে পারছেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সিনেমাটি ফ্রি দেখাচ্ছি। ১০০ টাকার টিকিটে আমার বিরিয়ানির টাকা হচ্ছে। দর্শক এলে আমার লোকসান হলেও আমি দর্শকদের আপ্যায়ন করব।’ তিনি বলেন, ‘হলে দর্শক ফিরে আসুক, চলচ্চিত্রশিল্প এবং সিনেমা হল বেঁচে থাকুক, এটাই আমার মূল উদ্দেশ্য।’

হলে দর্শক কেমন আসছে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন বলেন, ‘সিনেমা দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় সিনেমা প্রদর্শন হচ্ছে। হলে সিট সংখ্যা ৫০০টি। প্রথম দিন দুপুর এবং বিকেলের শোতে ৫০ জন করে দর্শক ছিল। সন্ধ্যা এবং রাতের শোতে ১০০ জন করে। এখন অতিরিক্ত গরমের কারণে দুপুরের শোগুলোতে দর্শক কম হচ্ছে। তবে সন্ধ্যায় ৫০-৫৫ জনের মতো এবং রাত ৯টার শোতে ৬০-৭০ জন দর্শক থাকে।’
 

এনাম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়